ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
উল্কার ঘাত শরীরে
ভরবেগের সাথে!
প্রেত যোনির কোলাহল:
সমুদ্র মন্থনে
নামি বর্ম গায়ে ।
জন জীবন দ্রাব্য
গঢ়লে;
অমৃতের সন্ধানে
সভ্যতার শেষ বীজের
মতো আগলে রাখি নিজেকে!