ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
কেউ বলে এ-জীবন ভুলে ভরে গেলো
কেউ বলে মিছি মিছি কেটে যায় দিনগুলো
কেউ বলে অন্ধের কিবা রাত কিবা দিন
আমি বলি স্বপ্নটা বাড়ে দিন দিন।
কেউ বলে জীবনের ছিঁড়ে গেছে তার
কেউ বলে আর কেন হয়ে থাকি ভার
কেউ বলে পাড়ের কড়ি গুনে রাখি তুলে
আমি বলি সাজি ভরি ফুল তুলে তুলে।
গোধূলির রঙে মাখা মাটির পৃথিবী
রূপ দেখে মনে হয় সেই ভৈরবী
যে আমাকে বলেছিল শুনিয়ে যাবে গান
তাই পথ চেয়ে থাকা স্বপ্নে ভরা প্রাণ
যার তরা সে যাও আগে, যে জন যেতে চাও
আমাকে তার ফেরার পথের ধারেতে রেখে যাও
শুনবো সে গান, বলবো তারে ,
মানুষ কেনো এমনি মরে !
ভালোবাসার পৃথিবীকে দাও ভালোবাসার গান।