ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
ঘুমের মধ্যে জেগে ওঠে আরেক জীবন,
বেশ খোলামেলা, খুউব আলাপপ্রবণ।
আমাকে আজন্ম চেনে, সহোদর ভাইয়ের মতো।
ভালোবাসে আত্মত্যাগী বন্ধুর মতন।
আমি ওকে প্রকাশ্যে আনি না কখনো,
গুপ্তঘাতকের ভয়ে।
আমরা দু’দুটো জীবন শত দুঃখকষ্ট সয়ে
প্রতিবাদ লিখি এখনো নির্ভয়ে।
সেসব কবিতা হয়ে, বিদ্রোহের বজ্রধ্বনি হয়ে,
যুদ্ধ ঘোষণা করে পাঞ্চজন্য শাঁখে।
বন্ধু, সাবধান, অনুমান বলে,
প্রতিপক্ষ সজাগ নজরে আমাদের
ছায়াকেও সদা লক্ষ রাখে।