ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
যে সম্পর্ক ক্ষতি করবে না
তার বিশ্বাসযোগ্যতার কাছে যাওয়া মানে
চোখ বাঁধা অবস্থায়
হাত পা বাঁধা অবস্থায়
পাহাড়ের সরু সাঁকো পার হওয়া....
অক্ষত অবস্থায়
যদি কোনওভাবে ওপ্রান্তে পৌঁছনো যায়
সে এক অলীক সৌভাগ্য....
এমন একজন সৌভাগ্যবানও নেই
যে এই সাঁকো পেরোতে পেরেছে