ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
মেঘবালারা আজ লক্ষ্মীমন্ত,
আকাশ জুড়ে রয়েছে শান্ত!
দেখে যাই আমিও অক্লান্ত,
ছবি তুলেও হই না ক্ষান্ত!
হাতছানি দেয় মায়াবী আকাশ,
স্বপ্নের ঘোরলাগা উড়ো বাতাস!
দু'হাত বাড়িয়ে নিই বেদম শ্বাস,
প্রাণ ভরে কুড়োই জংলি সুবাস!
রোজ ক্ষণিকের এই সান্ধ্য যাপন,
দিনের ক্লান্তি করে সমাপন!
সঞ্জীবণী সুধার মতোই সে,
জীবন জাগায় হটিয়ে ক্লিশে!