ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সন্ধান চাই হারিয়ে যাওয়া পাঠ্য কথার।
সন্ধান চাই স্কুলের সব বন্ধু সখার।
সন্ধান চাই শিশু বেলার মায়ের ছোঁয়ার
পারবে দিতে বন্ধন সেই স্নেহ মায়ার।
সন্ধান চাই সোনার কেল্লা হানা বাড়ির
জাতিস্মর স্মৃতিকথা রাজস্থান উটের সারি।
সন্ধান চাই কাচ মার্বেল ডাংগুলি সে খেলার সাথী
সন্ধান চাই লাটাই ঘুড়ি রথের মেলায় মাতামাতি।
সন্ধান চাই কিশোর বেলার দুটি পাতার
সন্ধান চাই বেতার ইথার সুরের বাহার।
সন্ধান চাই সেই অচিন জগৎ কল্পলোকের
পারবে নাকি ফিরিয়ে দিতে কচের সেই দেবযানীকে!
সন্ধান চাই নেই পর্বের আলোছায়ার দিন
উৎসবে আর আনন্দে প্রাণ ছুটন্ত হরিণ।
সন্ধান চাই বাবার কণ্ঠে রবীন্দ্র কবিতা
পারো যদি দিও খুঁজে হারানো এ তালিকা।