ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
পাগলের মতো, প্রায় কিছু না জেনেই
একটা কবিতা গ্রামে ঢুকতে চাইছি …
শুনেছি - গ্রামজুড়ে গাছপালা যেন
শত-সহস্র অক্ষরের অভিধান,
আদি মধ্য - শতাধিক বহুবর্ষী, উঁচু ডালপালা
অযুত কাব্যগ্রন্থ হয়ে দাঁড়িয়ে আছে ।
ভিন্ন ভিন্ন সময় ভাবনার লতাগুল্ম- ইতিহাস,
তাদের পরিচিতিও কম দিনের নয়
বাঁচে, মরে- আবার জন্মায়
মাটি কখনও ফাঁকা থাকে না।
আমি ঢুকব বলেই সেই গ্রামের মুখে
এসে দাঁড়িয়েছি ।
গ্রাম ঢুকতেই – বেশ কয়েকটি পাহাড়
চর্যাপদ, চণ্ডীদাস থেকে সুনীতি চট্টোপাধ্যায়
আরও অনেকে…
আমাদের স্লেট পেনসিল
ঘষতে ঘষতে- বর্ণপরিচয় তারপর
মাত্র কয়েকটি শব্দের দৈনন্দিন ব্যবহার
কলম ধরতে শেখা, অতঃপর -উদ্গ্রবাসনা।
নির্মল সেই গ্রাম ডিঙিয়ে
গ্রামশেষে একটা নদী- রবীন্দ্রনাথ।
মাটি না চিনলে যেখানে সেখানে
বীজ ফেলা যায় ঠিকই - গাছ জন্মায় না।
আমি মাটি চিনব বলেই- পাগলের মতো
সেই গ্রামে ঢুকতে চাইছি।