ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
কেন! দাবীর মশাল হাতে
পথে-পথে জনজোয়ার আজ?
প্রতিবাদের ভাষায় তীব্রতা বাড়ছে বাতাসে
রাষ্ট্র-রাজ্যের স্বৈরাচারিতা এবার বন্ধ হোক!
দিনে-দিনে মানুষের বাঁচার পথ হচ্ছে কঠিনতম
বর্বরতায় স্বাভাবিক বাঁচার পথও ক্ষুন্ন
জ্বালিয়ে রেখো আগুন ঐ বুকে- যতই ভিজুক শরীর
জবাব চাই! বাঁচব কবে সত্যিকারের স্বাধীন ভাবে?
চারিদিকে কেন এতো আর্তনাদ ভাসে!
প্রতিদিনের যন্ত্রণা, ক্ষোভ এখন স্ফুলিঙ্গে পরিণত
এভাবে আর বেশিদিন নয়, হবে এবার ওদের দর্পচূর্ণ
কত ঘাম, কত রক্ত ঝরিয়ে যাঁরা স্বতঃস্ফূর্ত সমাজ গড়েছিল
তাঁদের আদর্শকে ওরা আজ করেছে কালিমাপূর্ণ
দ্যাখো, ঐ রক্তিম সূর্যটার দিকে
দ্যাখো, আকাশের নীলে
আজ জল ওদেরও চোখে;
যাঁরা স্বপ্ন দেখছিল নতুন সূর্যোদয়ের।