ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
জীবনের শান্তি হারিয়ে ফেলে
সমাজ সংসার সব মিছে ভেবে
যেই একটু দোলনা'তে বসে
হাওয়া খাবার বাসনা হলো
ঠিক সেই সময় রাতের পেঁচাটা ডেকে উঠলো।
এদিকে দু চোখে ঘুম এসেছে
তাকিয়ে থাকা যাচ্ছে না
পেঁচাটা কোথায় বসে আছে কে জানে!
পেঁচার ডাক কি অমঙ্গলের?