ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
কিছু দাগ রেখে যাও যা তোমাকে দিশা দেখাবে
কিছু রঙ রেখে যাও যা তোমাকে রাঙিয়ে দেবে
কিছু বাক রেখে যাও যা তোমাকে বাক্য দেবে
কিছু অর্থ রেখে যাও যার জন্য অর্থবহ হয়ে উঠবে
কিছু স্বার্থ রেখে যাও যা নিঃস্ব হতে দেবে না
একটা দেশলাই রেখে যাও সব অভিযোগ জ্বালিয়ে দেবে
একটু শিক্ষা রেখে যাও যা তোমাকে শিক্ষা দেবে
একটা বাড়ী খুঁজে নাও যার জন্য ঘরছাড়া হবে।
যদিও ভালো নিঃসঙ্গ জীবন - অন্তহীন
খিদের দোকানে এত লাইন - প্রতিদিন,
জীবনের কাছে যা কিছু - শুধুই ঋণ
বুঝতে হবে লড়াইটা নয় - অর্থহীন।