ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
ও বর্ণ, তুমি আমাকে সবুজ বানিয়ে দিয়েছো!
কেন শব্দ ও বাক্য
নিজে নিজেই করেছে রাজ্য?
যে বর্ণের মধ্যে তৈরি হয়েছে কত শব্দ ও বাক্য।
আজ কেন দেখাও তোমরা ঔদ্ধত্য?
আমরা বর্ণের মতো সেই জনগণ,
যে প্রতিশ্রুতি দিয়েছিল একদিন শব্দ ও বাক্য!
যেখানে বর্ণগুলো ধূলিতে লুটোপুটি খায়,
ট্রেনে, ট্রামে, রাস্তায় মাঠে, ঘাটে-
বার বার তাদের যন্ত্রণার চিৎকার প্রতিধ্বনিত হয়ে,
শুধু তাদের কাছে ফিরছে!
এখন বর্ণ, শব্দ ও বাক্য বানাতে ভয় পায়!
ভবিষ্যতের বর্ণপরিচয়-
বার বার কেন গুরুত্বহীন হয়ে পড়ছে?
শ্রদ্ধা, মানবিকতা, মনুষ্যত্ব,
পৃথিবী থেকে আজ বিলুপ্ত হচ্ছে সময়ের গতিতে!
তাই আজ-
বর্ণ, শব্দ ও বাক্য বানাতে ভয় পায়!