ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
আজও একটা সকাল লেখা হলোনা
বিরহের যন্ত্রনা ভেসে আসে প্রতিদিন
চায়ের প্রতি চুমুকে লুকিয়ে থাকে
হারানো ছেলেবেলার কতকথা
কলাগাছের পাতায় সেদ্ধ আলু পোড়ার গন্ধ
উদাসীনতার বাউল গানে গানে
আজও একটা সকাল লেখা হলোনা
বাস্তবের চাদরে মেটে রঙ আজ লাল হয়েছে
মুখের বিবর্তন...
চুয়িং গামের ফ্লেবারে আজ মায়ার গন্ধ
ঘুড়ি ওড়ে নীল আকাশ
ছাড়িয়ে কালো মেঘের বুকে
আজও একটা সকাল লেখা হলোনা
পাশাপাশি হাতে আজ মধ্যমার ঘুম
তর্জনীর চিৎকার বিলীন হতে হতে
মুঠো ভরে তুলে আনে অনাঘ্রাত ভালোবাসা
নিঃশ্বাসের চালে আজও সূর্যের প্রকাশ
একটু আলো চেয়েছি
ভাবিনি অন্ধকারে মুছে যাবে বিশ্বাসের তর্জমা
আজ আর নৌকা দাঁড় বায় না
বটগাছ ঠায় দাঁড়িয়ে মাটিকে আঁকড়ে
আজও একটা সকাল লেখা হলোনা
চায়ের কাপে ট্যাজেডির গল্প
কালি শুকিয়ে গেলে নতুন গল্প বাঁসা বাঁধে।