ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
এখন আর কবিতা নয়,
সংবাদ লেখার পালা,
সংলাপ লেখার পালা।
এমন কিছু খবর লিখতে চাই -
যা তুমি-আমির দল,
কেবল সকালে চা এর মধ্যে
ডুবিয়ে কামড়ানোর মধ্যে
সীমাবদ্ধ থাকবো না।
পশ্চিম থেকে এসেছে খবর,
বিত্ত অহংকারের অচলায়তনে
ধরেছে ফাটল।
উত্তরের খবর বিচূর্ণ করণের,
জাত আর জাতির।
দক্ষিণা মৌসুমী বাতাসেও-
ভারী সেঁকো বিষ ভরা
বারুদের গন্ধ।
পূবের জানালা খুলতেই -
বর্ষার একদল কালো মেঘ,
ভিজিয়ে দিয়ে গেলো
কবিতা লেখার ঘর।
আর মাঝখানে -
আফিং এর নেশায়
বুঁদ হয়ে থাকা আমি-
লিখে চলেছি স্বার্থ রক্ষার
সংবাদ আর সংলাপ।