ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সব কিছু ছেড়ে ছুঁড়ে নীরবে
চলে যাবার আগে নিরুদ্দেশে
শুনতে চাইনা কারও কান্না ভেজা অশ্রুর গান;
দুঃখের বাগানে আমি রেখে যাবো ভালবাসার সুরের সাম্পান;
আমাকে দু'হাত তুলে ডাকছে সাঁই -
‘নদীর ওপারে যাবি আয়।’