ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
বেশির ভাগ সময়ই মানুষ চায় সাজানো থালায়
সযত্নে সাজিয়ে দেওয়া পঞ্চব্যঞ্জন
শুধু বেছে নেবে মন যা চায়
বাজার করা, রান্না বা বাসন ধোয়া
তার পছন্দসই কাজ নয়।
জীবন রেহাই দেয় না তাকে কখনও
ঘোরায় জীবনভর
শেখায় নাকে খত দিতে দিতে
চোখের জলে বুঝে নিতে হয়
সহজ জীবন অত সহজ নয়।
পুতুল খেলায় মেতে বিকেলের ম্লান আলোয় দেখে
সে ও পুতুল বই আর কিছু নয়
সূর্য যায় পুব থেকে পশ্চিমে
পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পুবে
নক্ষত্ররা অলক্ষে হেসে কুটোপাটি হয়।