ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
অণু কবিতা
বাঁধা অঙ্কের মাপে
ইঙ্গিতে ছবি।
রুদ্র বৈশাখে
তীব্র দহন জ্বালা
কোন আশ্বাসে।
মন কি জানে
কিসের অত কথা
হাসি কান্নায়।
জোনাক জ্বলে
ঝিঁঝিঁ পোকারা ডাকে
সন্ধ্যা বেলায়।
মাটিতে শুয়ে
আকাশ পানে চেয়ে
গুনেছি তারা।
চাঁদের বুড়ি
চরকা কেটে যায়
হয় নি দেখা।
এসো হে প্রিয়
আরও কাছাকাছি
এসো হৃদয়ে।
সময় যায়
জীর্ণ পাতা উড়িয়ে
ফেরে না আর।
নদীর স্রোত
বয়ে যায় সাগরে
নয় উজানে।
গহন রাতে
প্যাঁচা জেগে থাকে
অন্যরা ঘুমে।