ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
কুচকুচে কালো রঙ রোগা টিং টি
সব কাজে রেগে যায় হিম্মৎ সিং।
ইয়া বড় গোঁফ তার
নেই কোন জুড়িদার
দুই কানে পরে থাকে পিতলের রিং।
কোথা হতে তিন গুন্ডা দিল এসে লাফ
ভয়ে লোক ছুটে যায় বলে বাপ বাপ বাপ।
গোটা বাঁশ হাতে ধরে
হিম্মৎ তাড়া করে
দেখা যায় কিছু পরে তিন গুন্ডা সাফ।