ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
টুনটুনি তুই সকাল বিকেল ফুড়ুৎ ফুড়ুৎ উড়িস
বাসাখানা খাসা বানাস,পাতার ফাঁকে থাকিস।
সাধে কি আর লোকে তোকে দর্জি পাখি বলে?
চালাকি তোর বুঝতে পারি,থাকিস বেগুন ডালে।
সূঁচের মতো ঠোঁট দুটো তোর;বাহারি তোর রং
সুন্দরী তুই,তাই বলে কি করবি এমন ঢং?
মানুষ তোকে ভালোবাসে,তাই কি এত দেমাক?
পোকামাকড়,ফুলের মধু-আর কি কি তোর খোরাক?
এমনিতে তো যায় না দেখা,কিন্তু যখন চ্যাঁচাস
লম্বা খাড়া লেজটা তখন সবার আগে দেখাস।
রোজ বিকেলে গান শোনাতে আসিস আমার ঘরে-
ভাল্লাগেনা পড়তে আমার, তোর সাথে যাই উড়ে॥