ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’
দীঘির মাঝে মাছ ধরেও
খেলা হাঁসের হয় না শেষ,
শালুক ভাঁট ও শ্যাওলা ঝাঁঝি
ঝলমলিয়ে রানীর কেশ।
অনেক নিচে পাতালপুরী
লুকিয়ে রাখা ভোমরাটি,
রাজপুত্তুর পৌঁছে গেলেই
থাকবে না আর কলকাঠি।
রাজকন্যা ঘুমিয়ে সেথায়
হয়ে পাথর লক্ষ্মীটি;
দুয়োরানীর কপাল পোড়া
সুয়োরাণী ঝগড়াটি।
ভুল ভাঙে না রাজার তবু
শয়তানিকে আটকাতে,
প্রাণ ভোমরা মুচড়ে দিলে
রাক্ষসীকে পটকাতে।
বুঝলো যখন রাজা মশাই
ঘুচল সব'ই দুঃখ ক্লেশ,
হল'ই বিয়ে রাজকন্যার
রাজপুত্রের রাজার বেশ।